Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিসেফ জিওবি প্রজেক্ট (স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন)

ইউনিসেফ জিওবি প্রজেক্ট অধীনে নোয়ারাই ইউনিয়ন অর্ন্তভূক্ত  

প্রযুক্তি পীঠ

নোয়ারাই ইউনিয়ন পরিষদ ভবন

মঈনপুর, ছাতক, সুনামগঞ্ঝ

 

শিক্ষা :

মৌলিক  অধিকারগুলোর  মধ্যে  শিক্ষা অন্যতম।শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)-র ব্যবহার বিষয়ে বর্তমানে নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিদ্যালয় সমূহে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে যেখানে শিক্ষকেরা নিজেদের তৈরি করা বা সহজলভ্য আইসিটি উপকরণ ব্যবহার করে আনন্দের সাথে ও কার্যকর ভাবে শ্রেণিকার্যক্রম পরিচালনা করছেন ।শ্রেণিকক্ষে শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষাসহায়ক উপকরণ ছাড়া ও এদেশের শিক্ষা ব্যবস্থা, ভর্তি তথ্য এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্যাদির একটি সংকলন হচ্ছে জাতীয় তথ্যকোষের শিক্ষা পাতাটি ।উল্লেখ্য যে, শ্রেণিকক্ষে শিক্ষকদের মাধ্যমে তৈরি কৃত কনটেন্ট সমূহ অন্যান্য শিক্ষক গণ প্রয়োজনে পরিবর্ধন ও সংশোধন করে ব্যবহার করতে পারবেন ।এ ছাড়াও, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের তৈরি ও প্রকাশিত গবেষণা ধর্মীশিক্ষা বিষয়ক তথ্যাদি স্বতঃস্ফূর্তভাবে পরিবেশন করে তথ্যকোষের এ বিভাগকে সমৃদ্ধিতে সহায়তা করেছেন।এ বিভাগে শিক্ষাবিষয়ক তথ্যাদি টেক্সট, অডিও, ভিডিও, এনিমেশন এবং ছবি আকারে পাওয়া যাবে।

 

স্বাস্থ্য:

স্বাস্থ্যসেবা আমাদের অন্যতম  মৌলিক চাহিদা। প্রতিদিনই আমাদেরঅসংখ্য  স্বাস্থ্যবিষয়ক  তথ্যের  দরকার হয়।সর্বসাধারণকে  তথ্য ওআনুষঙ্গিক  সেবা প্রদানের উদ্দেশ্যে পরিচালিত ইউনিয়ন তথ্য ওসেবাকেন্দ্র গুলো  থেকে সবাইকে  যথা সময়ে সঠিক  স্বাস্থ্য  তথ্যসরবরাহ করার  উদ্দেশ্যেই  জাতীয় ই-তথ্যকোষের  স্বাস্থ্য পাতাটি।বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ  তাদের তৈরি  ওপ্রকাশিত  স্বাস্থ্যবিষয়ক তথ্যাদি স্বতঃস্ফূর্তভাবে  পরিবেশন করেতথ্যকোষের স্বাস্থ্য বিভাগকে  সমৃদ্ধিতে সহায়তা করেছেন।এ বিভাগেস্বাস্থ্যবিষয়ক  তথ্যাদি  টেক্সট,  অডিও,  ভিডিও,  এনিমেশন  এবং  ছবি আকারে পাওয়া  যাবে।

 

 

স্যানিটেশন কর্মসূচি


মানুষের সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন খুবই জরুরি। দেশের মানুষের আর্থিক অবস্থার সাথে মিল রেখে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন নিশ্চিত করা সরকারের একটি প্রধান লক্ষ্য।  স্যানিটেশন হল প্রাণীর মল মূত্র, ময়লা পানি এবং আবর্জনা পরিস্কার করার সঠিক উপায়। স্যানিটেশন ব্যবস্থা বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদের কিছু বিশেষ দায়িত্ব ও কর্মসূচি রয়েছে ।নির্ধারিত নিয়ম মেনে যেকোন নাগরিক ইউনিয়ন পরিষদ থেকে এই সেবা ভোগ করতে পারেন।

 

কর্মসূচির উদ্দেশ্য

  • প্রতিটি বাড়িতে একটি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি নিশ্চিত করা এবং পায় খানার সঠিক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা।
  • স্কুল,  বাসস্টেশন এবং জনগনের জন্য উন্মুক্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সকলের ব্যবহারের জন্য পায়খানা স্থাপন করা।
  • যে সব দরিদ্র এলাকায় জন সংখ্যা বেশি এবং প্রত্যেক পরিবারের জন্য আলাদা পায়খানা তৈরি করার জায়গা নেই- সেই সব জায়গায় কমিউনিটি পায়খানা তৈরি নিশ্চিত করা।
  • বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা।
  • আর্সেনিক সমস্যা আক্রান্ত  এলাকায় আর্সেনিক দূর করা এবং আর্সেনিক দূষণমুক্ত পানি সরবরাহ নিশ্চিত করা। 

 

ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সেবা অধিকার

  • ইউনিয়ন পরিষদে পল্লী পানি সরবরাহ ও স্যানিটেশন স্ট্যান্ডিং কমিটি রয়েছে যারা বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করে।
  • স্যানিটারি পায়খানা তৈরি ও ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করে এবং স্থাপনে সহায়তা করে।
  • ইউনিয়নের পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য নদী, বন ইত্যাদির দেখাশোনা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ব্যবস্থা গ্রহণ করে।
  • কূয়া, পানি তোলার কল, জলাশয়, পুকুর এবং পানি সরবরাহের ব্যবস্থা ও সংরক্ষণ করে।
  • খাবার পানির উৎস গুলো দূষণের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করে।
  • মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কূয়া, পুকুর এবং অন্যান্য দূষিত স্থানের পানি ব্যবহার না করার জন্য জনগনকে নিষেধ করে।
  • খাবার পানির জন্য সংরক্ষিত কূপ, পুকুর এবং অন্যান্য স্থানের পানিতে গোসল, কাপড় কাঁচা বা গবাদি পশুর গোসল নিষেধ ও নিয়ন্ত্রণ করে।
  • পুকুর বা পানি সরবরাহের অন্যান্য স্থানে বা নিকটবর্তী স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভেজানো নিষেধ ও নিয়ন্ত্রণ করে।

 

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন: স্যানিটেশন কি

উত্তর: স্যানিটেশন হল প্রাণীর মলমূত্র, ময়লা পানি এবং আবর্জনা পরিস্কার করার সঠিক উপায়।

প্রশ্ন: স্যানিটেশন ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের পক্ষে কে দায়িত্ব পালন করে

উত্তর: স্যানিটেশন ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের পল্লী পানি সরবরাহ ও স্যানিটেশন স্ট্যান্ডিং কমিটি দায়িত্ব পালন করে।

প্রধান কর্মকর্তার প্রোফাইল

নাম

মহিউদ্দিন আহমেদ

পদবী

ইউবিসিএফ

ফোন

০১৯৩৩০২....

 

কর্মচারীদের প্রোফাইল

এরিয়া নং

নাম

পদবী

০১

ইউনুছ আলী

সিএইচপি

০২

সিপার আহমদ

সিএইচপি

০৩

নাজমা বেগম

সিএইচপি

০৪

শারমিন বেগম

সিএইচপি

০৫

রাশিদা আক্তার

সিএইচপি

০৬

শিউলী আক্তার

সিএইচপি

০৭

মরিয়ম আক্তার

সিএইচপি

০৮

নাজনীন আক্তার

সিএইচপি

০৯

আবুল হাসেম

সিএইচপি

 

 স্যানিটেশন, স্বাস্থ্য শিক্ষা ও পানি সরবরাহ সহ জনসাধারণকে বিভিন্ন বিষয় সর্ম্পকে জনসাধারণকে বিভিন্নভাবে সচেতন করাই প্রযুক্তি পীঠের মূল দায়িত্ব।